আপনি কি শেষ বিচার থেকে রক্ষা পেতে চান ?

Do you want to be saved from the last judgment ?

হ্যাঁ, পৃথিবীর সমস্ত মানুষ কোন না কোন কিছু থেকে মুক্তি চায়। কেউ আছেন, যারা দারিদ্র্যতার থাবা থেকে মুক্ত হতে চায়। কেউ আছেন শোষকের হাত থেকে মুক্ত হতে চায়। কেউবা আছেন সংসারের নানান সমস্যা থেকে মুক্ত হয়ে জীবনটাকে একান্ত নিজের মত করে পরিচালিত করতে। এভাবে বলতে গেলে হাজারো বিষয় আমাদের চারিপাশে ও জীবনে বিচরণ করছে যা থেকে আমরা মনের অজান্তেই মুক্ত হবার উপায় খুঁজে বেড়াচ্ছি ।

সত্যিকথা হলো আমরা যতই চেষ্টা করি না কেন, যে মুক্ত জীবন কামনা করছি, আসলে আমরা এর দ্বারপ্রান্তে পৌঁছতে পারছি না। একটা না একটা সমস্যা আমাদের জীবনের সাথে ওৎপ্রতো ভাবে জড়িত। আমরা ইচ্ছে করলেই এর থেকে বেরিয়ে আসতে পারি না। মানুষ তার ছাত্র জীবনে একরকম সমস্যায় জড়িয়ে পড়ে। সংসার জীবন থেকে যখন অবসরপ্রাপ্ত বা বৃদ্ধ বয়সে এসে পৌঁছে তখন অন্যরকম সমস্যায় জড়িয়ে পড়ে। আসলে আমরা এ পৃথিবীতে যতদিন বেঁচে থাকব ততদিন জীবনটাকে এভাবে মেনে নিতে হবে।

কিন্তু আমাদের জীবনের আরো গভীরে যে সমস্যা বিরাজ করছে তার দিকে কি কখনো আপনি দৃষ্টিপাত করেছেন? হ্যাঁ, এখানে যে সমস্যার কথা বলতে চাই, তাহলো আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা গুনাহ্ । আমরা গুনাহ্রে মধ্যেই ডুবে আছি। আপনি কি কখনও এ সমস্যা থেকে মুক্ত হবার চেষ্টা করেছেন? হয়ত আপনি বলবেন, গুনাহ্ থেকে মুক্ত হবার জন্য আবার কি রকম চেষ্টা করব? হয়ত বলবেন, সেজন্য তো ধর্মের বিভিন্ন নিয়ম-কানুন বা শরিয়ত মেনে চলতে চেষ্টা করি; যেন এরমধ্য দিয়ে খোদার ক্ষমা লাভ করতে পারি। আপনি কি জানেন গুনাহ্রে শাস্তি অনন্ত জীবন দোয্খে থাকতে হবে? নিশ্চয় দোয্খে যারা বিশ্বাস রাখে, তারা এও স্বীকার করবে যে, সেখানে কোন আনন্দ নেই। দোয্খ মানেই হলো যন্ত্রনা, কষ্ট ও জ্বলন্ত আগুনে অনন্তকালের জন্য জ্বলতে থাকা এবং খোদার সান্নিধ্য থেকে বিছিন্ন থাকা।

অনেকে হয়ত ভাববেন, আধুনিক বৈজ্ঞানিক যুগে এমন কোন কিছু বিজ্ঞান সৃষ্টি করবে যার মাধ্যমে মুক্তির একটি উপায় বের হয়ে আসবে! পৃথিবীতে মানুষ বিজ্ঞানের অবদানের প্রেক্ষিতে যদিও অনেক অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা বিশ্বাস করি, আমাদের সত্যিকারের মুক্তির কোন উপায় উদ্ভাবন করার ক্ষমতা বিজ্ঞানের নেই। কারণ আমরা যে সমস্যার কথা আলোচনা করছি তা পৃথিবীর সাথে মানুষের যোগাযোগ সহজ করে দিবার কোন বিষয় নয়, কিš‘ তাহলো, গুনাহ্রে ফলে খোদার সাথে মানুষের সম্পর্কের যে বিছিন্নতা তাকে পুনরায় পুনঃস্থাপন করা।

আমরা জানি খোদা অতীব পবিত্র। তিনি এতই পবিত্র যে, তাঁর কোন রকম তুলনা হবে না। আর তাই খোদাও চান যেন আমরা তাঁর সৃষ্টির শ্রেষ্ঠজীব মানুষ তাঁর কাছে অর্থাৎ বেহেস্তে পবিত্র হয়েই উপস্থিত হই। কিন্তু প্রশ্ন হলো, আমরা পবিত্র হব কিভাবে? আমাদের মত সাধারণ মানুষ যারা এই পৃথিবীর হাজারো সমস্যায় জর্জরিত আমাদের দ্বারা সঠিকভাবে ধর্মকর্ম করে কি পবিত্রতা অর্জন করা সম্ভব? নিশ্চয় নয়।

খোদা নিশ্চয় তা জানেন। তিনি জানেন, এ পৃথিবীতে প্রতি পদে পদে শয়তান আমাদেরকে পাপের দিকে প্ররোচিত করে চলছে। আমরা জীবনের কোন না কোন অবস্থায় তার দুষ্ট ফাঁদে পা দিয়ে থাকি। খোদা নিশ্চয় জাননে, তাঁর বানানো বেহেস্তের বাগানের সব সময় উপস্থিত থেকে, বর্তমানের মত সেরকম কোন সমস্যাগ্রস্থ অবস্থায় না থেকেও হযরত আদম (আঃ) ও হযরত হাওয়া (আঃ) তাঁর দেয়া একটি মাত্র শরিয়ত পালনে ব্যর্থ হয়েছিলেন। তাহলে আমরা কিভাবে এ পৃথিবীতে থেকে শত শত শরিয়ত পালন করে গুনাহ্ থেকে মুক্ত হয়ে খোদার সৃষ্টি লাভ করতে পারব?

এতক্ষণ হয়ত আপনি ভাবছেন, তাহলে খোদা কি চান আমরা তাঁর বান্দা হয়ে তাঁরই বানানো বেহেস্তের বাসিন্দা হই! আপনি ঠিক চিন্তাই করেছেন। সত্যিই তিনি আমাদের জন্য তা-ই কামনা করেন। কিন্তু তার আগে আমাদেরকে গুনাহ্ থেকে মুক্ত হয়ে পবিত্রতা অর্জন করতে হবে। হয়ত আপনি ভাবছেন, এটা তো খুবই কঠিন একটা ব্যাপার। পবিত্র কিতাব এ কথা বলে, ”যা মানুষের দ্বারা অসম্ভব, তা খোদার দ্বারা সম্ভব।” হ্যাঁ, খোদার কাছে অসম্ভব বলতে কিছুই নেই। তিনি আপনাকেও তাঁর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবেই ভালবাসেন। তিনি চান, যেন আমরা তাঁর সাথে বেহেস্তে বসবাস করি। এ পৃথিবীতে থাকাকালীন হাজারো সমস্যার মধ্যেও যদি আমরা কেয়ামতের পরের যে জীবন, সে জীবনের মুক্তি পাই তাহলে আমাদের এ পৃথিবীতে বেঁচে থাকাটা কঠিন মনে হবে না।

খোদা আমাদেরকে কিভাবে গুনাহ্ থেকে মুক্তি দিতে চান তা জানতে আপনাকে একটু সময় দিয়ে তাঁর প্রেরিত পবিত্র আসমানি কিতাবসমূহ পাঠ করে জেনে নিতে হবে। তখনই আপনি সত্যিকারের মুক্তির সন্ধান সে সব পবিত্র আসমানি কিতাবসমূহ থেকে খুঁজে পেয়ে গুনাহ্ থেকে মুক্তি লাভ করতে পারবেন।

এখানে রয়েছে পবিত্র আসমানি কিতাবসমুহের সমন্বয়ে ৭টি পাঠের মাধ্যমে “আসমানি কিতাব শিক্ষা” নামক কোর্স। যদি আপনি একজন আগ্রহী ও সত্যসন্ধানী পাঠক হয়ে থাকেন তাহলে এখনই অন-লাইন কোর্সটি করা শুরু করুন।

কিভাবে কোর্সটি করবেন

আপনি যদি আসমানি কিতাব সম্পর্কে ভালভাবে জানতে চান তাহলে প্রত্যেকটি পাঠ মনোযোগ সহকারে কয়েকবার পড়ুন। কিতাবের উল্লেখিত আয়াতসমুহ গুরুত্ব দিয়ে বার বার পাঠ করুন।

প্রত্যেকটি পাঠের শেষে প্রশ্নপত্র রয়েছে। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য কয়েকটি উত্তর রয়েছে যার মধ্যে যেটি সঠিক উত্তর মনে করবেন তাতে ক্লিক করুন। প্রশ্নের উত্তর দিবার জন্য তাড়াহুড়া করবেন না, কারণ পাঠের মধ্যেই যথেষ্ট তথ্য দেয়া হয়েছে যাতে আপনি সঠিক উত্তরটি দিতে পারেন। যখন আপনার সব প্রশ্নের উত্তর দেয়া শেষ হবে তখন তা আমাদের কাছে পাঠানোর জন্য নিম্নে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করুন। আপনার প্রেরিত উত্তর কোর্স কো-অডিনেটরের কাছে পাঠিয়ে দেয়া হবে যিনি আপনার উত্তরের উপর মন্তব্যসহ আপনার দৃষ্টি আকর্ষন করবেন।

কিতাবের যে কোন বিষয় সম্পর্কে পৃথকভাবে মন্তব্য বা প্রশ্ন করার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই বিষয়ে আমরা আনন্দ সহকারে আপনার সাথে যোগাযোগ করব।

It is true to say that all people in this world would like to be saved from one kind of condition or another. Some people wish to get salvage from poverty. Some want to get ride off persecution and affliction. Still some people wish to get away from different problems of life and want to live lives according to their own wishes. In this way we human beings right from the beginning of our human civilization have been trying hard always to find out ways to get out of different kinds of sufferings and sorrow. In fact the truth is that however much we try to get away from these sufferings we cannot reach at the door of a life face from the bondage of sorrows and sufferings. Either this problem or that sorrows our lives inextricably. We cannot get out these conditions of our lives by more wishing to get out of them. No men get totally free from this prison either Childhood, or adolescence, youth, middle age or in old age. In other words as long as we will live in this world we cannot get freedom from this human condition.

However, have we ever considered the fact that our lives are beset with deeper problems? The bigger problem that I wish to hint at here is the problem of sin. We are drowned in our sins. Have you ever tried to be free from sin? Perhaps you would say what kind of way should we attempt to free ourselves from sin? You might also say we could try to receive God’s pardon by means of obeying God’s laws. Perhaps you know that the sinner must be consigned for ever to the hell of fire. Whatever we have learnt about hell in that it is a place of per pet Val torment of sorrows, sufferings of without any end.

Even some may think that in this age of great scientific progress the scientist will be able to invent something with which they will be able to find freedom from the sufferings in heaven. Although human civilization has made so much advancement in this world with the blessings of modern science. We cannot believe that amount of scientific progress will be able to innovate any way for saving mankind from this sorrows and sufferings. For the deep-seated problem the we talk about her is not related to this world, but this problem originated in the breach of our relationship that existed God, between our creator and us as a consequence of our sin.

Thus the only way to solve this problem is through the restoration of the relationship with God which came to be broken as a result of sin. We know God is holy. He is so holy that his holiness cannot be compared to any other holiness. In order that man can reestablish that relationship with God such a holy he has to be freed from the stair of sin. This is because holy God will not have any one unholy to approach Him in any way. Now the greatest question is “How we can become free from sin and holy?” It is not possible for any man to be hundred per cent holy by observing the demands of God’s law. God certainly knows so well all our physical limitations .Also He knows so well that Satan leads us into temptation in all sorts of ways in this world of temptations. We fall into his trap of sin sometime or the ther .God surly knows that human beings that he created- Adam and Eve, our parents failed to obey His one commend even while they were living close to God in the garden full of heavenly bliss and peace. So consider how we can be able to obey the so many of God’s commandments and thus being free from sins.

Living in the world full of so much temptation?

Perhaps you will ask if God created man as the crown of creation, His most loved creation to be burnt for eternity in the hell of fire .No, God is kind! He is entirely full of love! He wants to keep with him .i.e. In haven for eternity whom he created the crown of his creation in His own image. But in order that this can happen we need to first be cleaned from our sins. Perhaps you think that this is very hard to become .But the Holy Book of God declares “what is impossible for man is possible for God”. Yes nothing is impossible for God. He loves you as his greatest created being. It is His desire that we can live with Him in heaven. All the sorrows and sufferings of this world in which we now live will prove to be trivial in comparison to the eternal life with all its blessings and glory that God’s people will have after the Day of Judgment is over.

If you want to know how God gives you salvation from sin you need to read His heavenly books. It is only by reading these heavenly books that you get to the way of salvation from sin and actually getting yourself saved from sin.

We can offer you a short course of studying these heavenly books. This course is called “Studying Heavenly Books through the Post”. It is 4 parts of 7 lessons each. If you are a seeker of Truth and as such are interested please let us have your postal address sent the address given below. We will send you this course free of cost.

In God we trust.

Translate »